বাক স্বাধীনতা

লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫১:২৩ রাত

আপনারা অবাধ বাক স্বাধীনতার কথা বলেন|এটা শুধু মুখের বুলি|বাস্তবে বাক স্বাধীনতারও একটি সীমানা আছে,সীমাবদ্ধতা আছে|উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন্জ যখন সারা বিশ্বের রাষ্টীয় গোপন তথ্য বের করেন তখন তো বাক স্বাধীনতার সূতিকাগারদের লেজে পোড়ে যে আগুনের ধোয়া বেরিয়েছিলতা কি কেউ অস্বীকার করতে পারবেন?বেচারীর উপর আজও নিরাপত্তাহীনতার খড়গ ঝুলে আছে|অবাধ বাধ হওয়ার নমুনা|

পৃথিবীর সব জাতির আত্মসম্মানের একটা বিষয় আছে,সেটা হতে পারে জাতীয় সঙ্গীত,তাদের জাতীয় নেতা,তাদের দেবতা ,এই সব জায়গায় যখনই আঘাত করবেন তখনই আপনি বাক স্বাধীনতার সীমালঙ্গন করলেন|আর আমাদের প্রাণের চেয়ে যাকে বেশি ভালোবাসা ঈমানের দাবী সেখানে আঘাত করেন,সেখানে মিথ্যা প্রোপাগান্ডা চালান,বলুন কেমন করে সহ্য করবো?বলুন কেমন করে মুখে কুলুপ এটে দিব? ঈমানের মুখগহবর থেকে উদগীরিত প্রতিবাদের অগ্নুৎপাত তাই জ্বলছে রক্তের শ্রোণিত ধারায় বারবার থেকে বারবার|

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File